ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

নোবিপ্রবি’র প্রাক্তন ছাত্র বাকৃবির আবাসিক এলাকা থেকে নিখোঁজ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ৩ অক্টোবর ২০১৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো.শফিউর রহমান খান রিফাত।    

রিফাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (৮ম ব্যাচ) ২০১২-১৩ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিল।   

রিফাত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নয়া ভিসি এবং বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক প্রফেসর ড. শহীদুর রহমান খানের একমাত্র ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রিফাত প্রাত্যহিক ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সিসি টিভি ফুটেজে সর্বশেষ সকাল ৯ টা ১০ মিনিটে ময়মনসিংহ শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকার আশপাশে তাকে দেখা গেছে। বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল বা মানিব্যাগ কিছুই নিয়ে বের হয়নি বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ শফিউর রহমান খান রিফাতের উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি, স্বাস্থ্য ভালো, মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজের সময় সাদা ও কালো স্ট্রাইফেন হাফ শার্ট ও ট্রাউজার পরা ছিল। নিখোঁজের বিষয়ে মঙ্গলবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার জিডি নং-১৮৬।

শফিউর রহমান খান রিফাতের খোঁজ পাওয়া মাত্রই যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কেআই/এসি    

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি